আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১৯:০৪ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০১:১৮
বগুড়ার আদমদীঘিতে ১২পিস ট্যাপেন্টাডলসহ নাছিন উদ্দিন (৪০) নামের এক মাদক বিক্রতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির উদ্দিন আদমদীঘি উপজেলার বিনসাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আদমদীঘির মুরইল বাজারের জৈনক আনছার আলীর দোকানের পাশে মাদক বেচা কিনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নাছির উদ্দিন নামের মাদক বিক্রেতাকে আটক করে তার দেহ তল্লশি করে ১২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, বুধবার দুপুরে গ্রেফতারকৃত নাছির উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত