আদমদীঘিতে জেল হত্যা দিবস পালিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ১৮:৪৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৪

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্প্রতিবার দিবসটি পালন কল্পে আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দীন আহমদ,ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। বাদযোহর বাবা আদম (রঃ) কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বিকেলে উপজেলার সান্তাহার দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত