আদমদীঘিতে জেল হত্যা দিবস পালিত

প্রকাশ : 2022-11-03 18:49:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে জেল হত্যা দিবস পালিত

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্প্রতিবার দিবসটি পালন কল্পে আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দীন আহমদ,ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। বাদযোহর বাবা আদম (রঃ) কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বিকেলে উপজেলার সান্তাহার দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।