আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজাসহ গ্রেফতার-৫
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১৮:৪৩ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৭
বগুড়ার আদমদীঘিতে পৃথক দুটি অভিযানে ১০ লিটার চোলাই মদ ও ১শ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর ব্রীজের সামনে অভিযান চালিয়ে আব্দুল মালেক শাহ (৪০) নামের এক মাদক কারবারবিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মালেক জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বড়গাছা সাহপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে।
অপর দিকে পৃথক একটি অভিযান চালিয়ে উপজেলা সদর ইউনিয়নের রামপুরা মোড় থেকে ১শ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কদমা গ্রামের মৃত ছবের আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), মৃত আবুল হোসেনের ছেলে মিঠু (৪৫), রামপুরা গ্রামের সোহেল রানা ধলু (৪০), দক্ষিণ গণিপুর গ্রামের মৃত রবেশ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গ্রেতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পর গত মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত