আদমদীঘিতে চোরের সর্দারসহ গ্রেফতার- ৪

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১৯:৫১ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৯

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সর্দার বিপ্লব সহ চারজনকে গ্রেফতার করেছে। গত বুধবার সন্ধ্যায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার সদর থানার সাগরপাড়া গ্রামের মৃত মোবারক মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৪৩), বগুড়া জেলার সদর থানার চক সূত্রাপুর এলাকার রমজান আলীর ছেলে জনি শেখ (৪৩), দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বাসুদেবপুর গ্রামের জুয়েলের ছেলে মানিক (২৪) এবং নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী গ্রামের বেলাল হোসেনের ছেলে সোহেল (৪০)।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিপ্লব সান্তাহার থেকে পার্বতীপুর পর্যন্ত ট্রেনের মধ্যে সংঘঠিত অপরাধ চক্রের প্রধান। এবং জনি সান্তাহার থেকে বগুড়ায় ট্রেনের মধ্যে সংঘঠিত অপরাধ চক্রের প্রধান। এছাড়া মানিক ও সোহেলও চোর চক্রের সক্রিয় সদস্য। তারাও ট্রেনের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত