আদমদীঘিতে চার কেজি গাঁজা সহ দুই নারী বাস যাত্রী গ্রেপ্তার

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১৫:১৪ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৪

বগুড়ার আদমদীঘিতে একতা পরিবহন বাসে তল্লাশী করে চার কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রুবি আক্তার [৫২] নারায়নগঞ্জ জেলা সদরের মুছা মিয়ার স্ত্রী এবং চাঁদপুর জেলার মতলব থানার ডিংগাবাঙ্গা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ছামছুন নাহার [৫৮]। এব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত ওই দুই নারীকে গতকাল রবিবার আদালতে প্রেরন করেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, ঢাকা থেকে নওগাঁ গামী একতা পরিবহনে মাদক নিয়ে আসছিল রুবি আক্তার ও ছামছুন নাহার। এমন তথ্যের ভিত্তিতে গত ১৮মার্চ শনিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলা সদরের হাসপাতাল সামনে ওই বাসটি পৌছিলে তল্লাশি করে র‍্যাব-৫ এর সদস্যরা। তল্লাশি কালে ওই দুই নারী বাসযাত্রীর কাছে থাকা ব্যাগের ভিতর থেকে চার কেজি গাঁজা ,তিনটি মোবাইল ফোন ও নগদ উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারি রুবি আক্তার ও ছামছুন নাহারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত