আদমদীঘিতে ক্বওমী মাদ্রাসার মুহতামীমকে অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১৭:০৮ |  আপডেট  : ৪ অক্টোবর ২০২৪, ১৪:৩৮

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ্ দারুল উলুম ক্বাওমিয়া মাদ্রাসার স্বেরাচারী, চরিত্রহীন, দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী, খেয়ানতকারী, মিথ্যাবাদী জালেম মুহতামীম ইব্রাহীম কে মাদ্রাসা থেকে অপসারণের দাবীতে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা থেকে বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকা মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবর মুহতামীমকে অপসারণের দাবীতে একটি অভিযোগ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। 

জানা যায়, আদমদীঘি ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বওমিয়া মাদ্রাসার মুহ্তামীম ইব্রাহীম ধর্মপ্রাণ মুসলমানদের দানকৃত মান্নত এবং সাধারণ দানের গরু ও ছাগল ইত্যাদি অর্থ প্রাচার করে কিছু অংশ নিজের বাসায় নিয়ে গিয়ে ভক্ষণ, গরু ছাগলের গোস্ত শিক্ষার্থীদেরকে সময় মত না দিয়ে ফ্রিজে রেখে নষ্ট হবার পরে খাইতে দেয়া, ক্ষমতার দাপট দেখিয়ে মাদ্রাসার চতুর্থ তলার ছাদ নির্মাণের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের দানকৃত বালু, সিমেন্ট নিজের বাসা নির্মাণ করে। এছাড়া ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দ্বারা নিজ বাসার কাজ করিয়ে নেন এবং বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধর করা সহ অসংখ্য অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এব্যাপারে মাদ্রাসার মুহতামীম ইব্রাহীমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেনি। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত