আদমদীঘিতে কৃষক লীগের স্বরণ সভা-শোক র‌্যালী  

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ২০:২৯ |  আপডেট  : ৬ মে ২০২৪, ০১:৩৯

বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, ২১আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে স্বরণ সভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আদমদীঘি বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ-আল-হামীম বাবুর সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, হুমায়ন কবির বাদশা, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, সেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, যুবলীগ নেতা এনামুল হক চৌধুরী, কৃষকলীগ নেতা শমসের আলী মুনছুর, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু, শাকিব আল হাসান প্রমূখ। স্মরণ সভার পূর্বে  এক বিশাল শোক র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত