আদমদীঘিতে কৃষককে কুপিয়ে হত্যা
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১৮:৫২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
বগুড়ার আদমদীঘি উপজেলার জালাল উদ্দীন (৫৫) নামের এক কৃষককে ধারোলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । বুধবার সকালে সান্তাহার-নওগাঁ বাইপাস সড়কের পাশে গাবতলী এলাকা থেকে পুলিশ ওই কৃষকের লাশ উদ্ধার করেছে । জালাল উদ্দীন বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে ।
পারিবারিক সূত্রে জানা গেছে,মঙ্গলবার বিকেলে জালাল উদ্দীন সান্তাহার হাটে হাট করতে যায়। পরে অনেক রাত পর্যন্ত তিনি আর বাড়ী ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাঁর সন্ধান করে । কিন্তু রাতে তাঁকে কোথাও পাওয়া যায়নি । বুধবার ভোরে জালাল উদ্দীনের লাশ গাবতলী এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন নওগাঁ মডেল থানার পুলিশকে সংবাদ দেয়। সকালে নওগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । জালাল উদ্দীনের বড় ভাই আফজাল হোসেন বলেন,তাঁর ভাই অত্যান্ত সাদামাটা স্বভাবের একজন মানুষ ছিলেন । কারা তাঁকে এরকম নির্মম ভাবে খুন করেছে এর কোন কারণ খুঁজে পাচ্ছি না । আমাদের ধারনা এই হত্যাকান্ডের সাথে পরিচিত কেউ জড়িত রয়েছে । নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত