আদমদীঘিতে কারেন্টজাল নেট জব্দ, একজনের জেল জরিমানা

  আদমদীঘি (বগুড়া) সংবাদদাতাধঃ 

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ১৬:৪৫ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৪, ১৫:১০

বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্টজাল, চায়না ডুয়ারীনেট, ভাদাই নেট সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ এবং এক জেলে আটক করে জরিমানা করেছে। রবিবার সকালে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব মালামাল জব্দ ও জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির রক্তদহ বিলে রবিবার সকালে অভিযান চালায়। এসময় বিলে কারেন্টজাল ও ডুয়ারী, ভাদাই নেট দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট মাছ ধরার অপরাধে বিলপার নির্বাসী চঞ্চল নামের এক জেলেকে আটক করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।পরে ভ্রাম্যমান আদালত আটক ওই জেলের দুই হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত কারেন্টজাল, নেট গুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত