আদমদীঘিতে কলা গাছের সাথে এ কেমন শত্রুতা !  

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১৯:১০ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ১৬:০৯

‘এ কেমন শক্রতা ! বগুড়ার আদমদীঘিতে রাতের আঁধারে এক কৃষকের প্রায় চার’শ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার গভীর রাতে আদমদীঘি সদর ইউনিয়নের কেশরতা গ্রামের পশ্চিম মাঠে এই ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কৃষক অসিত কুমার পাল পিন্টু বলেন, ‘নিজের ২২ শতক জমিতে প্রায় সাড়ে ৪ শতাধিক কলাগাছ লাগিয়েছিলাম। ইতিমধ্যে প্রায় প্রতিটি গাছে কলা ধরেছে। রবিবার রাতে কে বা কাহারা আমার সব কলাগাছ কেটে ফেলেছে। রবিবার সকালে বাগানে গিয়ে প্রায় সবগুলো কলাগাছ কাটা দেখতে পাই। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান। সে আরো জানায় ‘আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে। কিন্তু ফসলের সঙ্গে যারা শত্রুতা করলো তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’ এবিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত