চলতি মাসের বেতনও পাচ্ছেন না ঈদের আগে

আদমদীঘিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা এখনো ঈদ উৎসব ভাতা পাননি

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১৯:৩১ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২২:৪১

বগুড়ার আদমদীঘি উপজেলার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা সরাদেশের শিক্ষকদের মত ঈদ উৎসব ভাতা পাননি। দেশের সব সরকারি কর্মচারীরা এই ভাতা ইতিমধ্যে পেয়ে থাকলেও বেসরকারি শিক্ষকদের ঈদ উৎসব ভাতা এখনও পর্যন্ত পাননি। দেশের প্রায় ৫ লাখ এই স্তরের শিক্ষকরা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা ৫০% হিসেবে এই ভাতা পেয়ে থাকেন। এই ভাতা শতভাগ পরিমান বৃদ্ধি নিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ঈদ উৎসব ভাতা সরকার ঘোষনা করলেও শিক্ষকরা আশংকা করছেন, ঈদের আগে তাঁরা এই ভাতা নাও পেতে পারেন। 

চলতি মাসের বেতন সব সরকারি কর্মচারীরা ইতিমধ্যে পেয়ে থাকলেও বেসরকারি শিক্ষকরা পায়নি। বেসরকারি শিক্ষকদের বেতন উত্তোলনের দিন রয়েছে আছে আগামী মাসের ১০তারিখ।  একজন সহকারী অধ্যাপক পদবী পর্যায়ের ঈদ বোনাস পান ১০.৬৪২ টাকা, প্রভাষক পদবীরা পান ৬,০৬২ টাকা। আবার ওই একই ভাতা একজন ৪র্থ শ্রেনীর কর্মচারী পান ৫০% হিসেবে ৪৯০০ টাকা। বর্তমান দেশে প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী এই স্তরে চাকুরি করে। গত কয়েক বছর ধরে শিক্ষকরা তাদের চিকিৎসা ভাতা ও বাসা ভাড়া নিয়ে আন্দোলন করে আসছে। এই স্তরের শিক্ষক-কর্মচারীরা মাত্র ৫০০শত টাকা চিকিৎসা ভাতা ও মাত্র ১০০০ টাকা বাসা ভাড়া পেয়ে আসছেন। দেশে বর্তমান এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি এমপিওভুক্ত প্রতিষ্ঠান ৩০ হাজারেরও বেশি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৩০ হাজার শিক্ষক-কর্মচারী চাকুরিরত রয়েছে। স্থানীয় একটি কলেজের ৪র্থ শ্রেনীর কর্মচারী দুলাল হোসেন বলেন, আজ পর্যন্ত ঈদ উৎসব ভাতা না পেয়ে আমরা কঠিন মানবেতর জীবন-যাপন করছি। 

আদমদীঘি সর্বদলীয় কলেজ শিক্ষক সমিতির আহবায়ক ও সহকারি অধ্যাপক রবিউল ইসলাম, আদমদীঘি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা  মহসিন আলী, শিক্ষক নেতা  গোলাম মোস্তফা এখনও পর্যন্ত ঈদ উৎসব ভাতা না পাওয়াকে দুঃখজনক বলেছেন। তারা শতভাগ ঈদ উৎসব ভাতার দাবী জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত