আদমদীঘিতে এক সার ব্যবসায়ীর জরিমানা, ৭৫ বস্তা সার জব্দ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১২ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:১৯

বগুড়ার আদমদীঘিতে মের্সাস আল মেজবা ট্রের্ডাসে অতিরিক্ত সার মজুদ রেখে বেশী মূল্যে কৃষকদের মাঝে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দোকান মালিকের ১৫ হাজার টাকা জরিমানা এবং ৭৫ বস্তা সার জব্দ করেছে। ভ্রাম্যমান আদালতের এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের শিবপুর মোড়ে মের্সাস আল মেজবা ট্রের্ডাসে অতিরিক্ত সার মজুদ রেখে কৃষকদের মাঝে বেশী মূল্যে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের টিম গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে দোকান মালিক জাহের আলমের ১৫ হাজার টাকা জরিমানা এবং ৭৩ বস্তা ডিওপি সার ও ২ বস্তা এমওপি সার জব্দ করেন। পরে জব্দকৃত ওই সার গুলো উপজেলা কৃষি অফিসের প্রতিনিধির উপস্থিতিতে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত