আদমদীঘিতে অবৈধ ভাবে ফার্নিস তৈরী করায় তিন লাখ টাকা জরিমানা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১১:৫১

বগুড়ার আদমদীঘি উপজেলা বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় বৈধ্য কাগজপত্র ছাড়াই যানবাহনের টায়ার পুড়ে অভিনব কায়দায় অবৈধ ভাবে ফার্নিস ওয়েল (তেল) তৈরী করে পরিবেশ দূষনের দায়ে ফারজানা রিফাইক্লিং ওয়েল প্লান্ট নামক এক কারখানার তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার[ভুমি) ফিরোজ হোসেন র‌্যাব-১২ এর সহায়তায় এই জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর ঈদগাহ মাঠ এলাকার পাশে এক শ্রেনীর অর্থলোভী ব্যক্তি বেশ কিছ’ দিন ধরে বিভিন্ন যানবাহনের টায়ার কিনে এনে ফারজানা রিফাইক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানায় ফার্নেস তেল বানিয়ে এলাকার পরিবেশ দুষন করে আসছিল। এমন বিষয় ভ্রাম্যমান আদালত জানতে পেরে গত বৃহস্পতিবার [২২ ফেব্রুয়ারী) রাতে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কশিশনার [ভুমি) র‌্যাব-১২ এর সদস্যদের সঙ্গে নিয়ে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্তকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ আইনের ৬ [ক) ও [গ) ধারা ভঙ্গে সারনিক ০৬ ধারায় পৃথক ভাবে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন,বৈধ্য কাগজপত্র ছাড়া অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরী করা ও পরিবেশ দূষনের দায়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত