আদমদীঘিতে অটোচার্জার চুরি করে নিয়ে যাওয়ার পথে হাতেনাতে দুই চোর আটক

  হেদায়েত ইসলাম উজ্জ্বল

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮ |  আপডেট  : ৬ মে ২০২৪, ০৩:১১

বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটোচার্জার চুরি করে পালিয়ে যাওয়ার পথে দুই চোরকে হাতেনাতে আটক করেছে পরিবহন শ্রমিকরা। আটক ওই দুই চোরকে থানায় সোর্পদ করা হয়েছে। এঘটনায় থানায় মিরাজুল ও আসাদুল নামের দুই চোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর বাবর আলী ছেলে অটোচার্জার চালক আব্দুর রাজ্জাক তার অটোচার্জারটি গত মঙ্গলবার সকালে বাড়ী থেকে বের করে সারাদিন ভাড়া খেটে রাত্রি ৮টার দিকে আদমদীঘি বাসস্ট্যান্ডে রেখে বাজারে পাউরুটি কিনতে যায়।   

এরপর সে ফিরে এসে দেখে তার অটোচার্জারটি নেই। এবিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা জানান কিছু আগে ৪/৫জন অজ্ঞাতব্যক্তি একটি অটোচার্জার নিয়ে মুরইল অভিমুখে গেল। এসময় দ্রুত পরিবহন শ্রমিকরা পিছু ছুটে পথিমধ্যে তাদের পথরোধ করলে অটোচার্জার থেকে চোরেররা পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শীতলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম(২৭),একই গ্রামের মানিকের ছেলে আসাদুলকে হাতেনাতে আটক করে। আটক ওই দুই চোরকে থানায় সোর্পদ করা হয়। এঘটনায় অটোচার্জার চালক আব্দুর রাজ্জাক বাদী হয়ে মঙ্গলবার রাতেই থানায় মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা মামলা দায়েরের
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত