আজকে করোনায় কেউ মারা যায়নি, নতুন রোগী ২২৪১
প্রকাশ: ২৯ জুন ২০২২, ২০:১৫ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গতকাল মারা গিয়েছিল ৩ জন। আর এই সময়ে সংক্রমণ কমেছে দশমিক ২৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৭ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২৩ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৪১ জন। আগের দিন ১৩ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৮৭ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৬ দশমিক ৮৪ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮১৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৬ দশমিক ৪৫ শতাংশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত