আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক সেক্রেটারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১০:৫২ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সংলাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত উপ-সহকারী সেক্রেটারি মিরা রেসনিক।

আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, নিরাপত্তা সংলাপে কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা, সন্ত্রাস দমন এবং সহিংস চরমপন্থা মোকাবিলাসহ দুই দেশের মধ্যে অংশীদারত্ব সম্পর্কিত বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত