আগস্ট এলে

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১২:৩৬ |  আপডেট  : ১৭ নভেম্বর ২০২৪, ১৬:১৭

এম হাবীবুল্লাহ
------------------- 

আগস্ট এলে মনটা কাঁদে
প্রাণটা কাঁদে ঢের
ফিরে এসো মুজিব তুমি
এ বাংলাতে ফের।
 

বাঘের মত গর্জে ওঠে
দেখাও নতুন পথ
আবার তোমার হাতে ধরে
আসুক ‍বিজয়রথ।

 
বাঙালি সব ভাসুক সুখে
তোমায় পেয়ে পাশে
তোমার ভাষণ প্রেরণা দিক
মনের দুঃখ নাশে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত