আগমনী সাহিত্য পাঠাভ্যাসের উদ্যোগে বিশ্বকবির প্রয়াণ দিবস উদযাপন

  শাহনাজ বেগম

প্রকাশ: ৭ আগস্ট ২০২২, ২১:৫৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫৭

মুন্সীগঞ্জ জেলার  সাহিত্য সংগঠন আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্র আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা,  প্রবন্ধ পাঠ ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

"আলোকিত মানুষ চাই " এ শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র হীরা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা বেগম,  মুন্সীগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম,  বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরিয়ান মোঃ হাসান আলী, কবি ও লেখক যাকির সাইদ,  দৈনিক নাগরিক সময় এর সম্পাদক ও প্রকাশক তানভীর হাসান,  মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জল।

অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ও সভাপতিত্ব করেন আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সভাপতি রাজ মল্লিক। আরো উপস্থিত ছিলেন কবি অনু ইসলাম,  সাংবাদিক মোঃ রোবেল,  সামসুল হুদা হিটু,  মোঃ ফরহাদসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় এস এম সোহেল ও সাইদুর রহমান। বাইশে শ্রাবণ কবিতা আবৃত্তি করেন আফসারী খানম ছোঁয়া। আরো আবৃত্তি করেন মোঃ রাব্বী, আমিনা আক্তার ফারিয়া,  অয়ন সাইদ ও স্বর্ণা।  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত