আওয়ামী লীগ নেতা ঢালী মোয়াজ্জেমের স্ত্রীর ইন্তেকাল

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ জুন ২০২১, ১৭:০৩ |  আপডেট  : ৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬

 বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ঢালী মোয়াজ্জেম হোসেনের স্ত্রী মাহমুদা সিদ্দিকী আজ বেলা একটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন )।  তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি রক্ত শূন্যতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পূত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মুন্সিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম  লেনিন, বাসস'র ব্যবস্থাপনা পরিচালক , বাংলাদেশ  ফেডারেল  সাংবাদিক ইউনিয়নের সাবেক  সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়  সদস্য, সাংবাদিক আবুল কালাম আজাদ, প্রবীণ সাংবাদিক শাহাজান মিয়া  মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুতফর রহমান, লৌহজং উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ  শিকদার , লৌহজং থানা বঙ্গবন্ধু পরষিদ এর সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়া , সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির, বীর মুক্তিযোদ্ধা বিক্রমপুর ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন , মুন্সিগঞ্জ  জেলা পরিষদ এর সদস্য মেহেদী  হাসান, লৌহজং উপজেলা আওয়ামী লীগ এর উপদষ্টো মণ্ডলীর  সদস্য রফিকুল  ইসলাম ঢালী ,লৌহজং উপজলো আওয়ামী লীগ এর যুগ্ন সম্পাদক বি এম শোয়েব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  মোঃ আনোয়ার  হোসেন, লৌহজং উপজেলার ভাইস চেয়ারম্যান  তোফাজ্জল হোসেন তপন,  সাবেক ভাইস চেয়ারম্যান  জাকির হোসেন বেপারী,  হলদিয়া ইউনিয়ন  আওয়ামী লীগের  সভাপতি  আবদুস  সালাম  খান ও কনকসার ইউনিয়ন  আওয়ামী লীগের  সভাপতি  আবুল কালাম  আজাদ, হলদিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোজাম্মেল হক, গ্রামনগর র্বাতা প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, উপদেষ্টা সম্পাদক মহিউদ্দিন  খান মোহন, মুন্সিগঞ্জ জেলা  আওয়ামী যুবলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক অলক কুমার মিত্র , বিক্রমপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শামসুদ্দিন পাঠান,বিক্রমপুর প্রেস ক্লাব, লৌহজং প্রেস ক্লাব,বাংলাদেশ মুক্তিযোদ্দা  সংসদ লৌহজং উপজলো কমান্ড , অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন , কুসুমপুর জাগরণী সংসদ ও হলদিয়া জাগরণী সংঘসহ বিভিন্ন  সংগঠন গভীর শোক প্রকাশ করছে ।

 আজ বাদ এশা ওয়ারী নূর মসজিদে  মরহুমার্ নামাজে জানাজা  শেষে ঢাকার জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে  । 
  

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত