অস্ট্রিয়ায় ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে গ্রিল পার্টি  

  জাকির হোসেন সুমন, ব্যাুরো চিফ ইউরোপ  

প্রকাশ: ২৪ মে ২০২২, ২০:০৯ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯

করোনা মহামারী কাটিয়ে  কর্মব্যস্ত জীবনে কিছুটা প্রশান্তি পেতে অস্ট্রিয়ার ভিয়েনায়  আয়োজন করা হয় গ্রিল পার্টি ।  ভিয়েনার দানিউব নদীর তীরে  ডোনাও পার্কে ফ্রেন্ডস ক্লাব আয়োজিত এ গ্রিল পার্টিতে প্রবাসী শতাধিক বাংলাদেশী পরিবার নিয়ে মেতে উঠে আনন্দে।  খাওয়া দাওয়ার পাশা পাশি ছোট ছোট  ছেলে মেয়েরা  আনন্দ উৎসব ও খেলাধুলায় মেতে উঠে।  

এ সময় উপস্থিত ছিলেন  সংগঠনের   সভাপতি শহিদ আলা,  সাধারন সম্পাদক  রুবেল হোসেন ,  সাবেক সভাপতি মাসুম কবির , ছোটন হাসান,  সোহেল চৌধুরী,  মুরাদ কোরেশী আশিক,  জয় মোল্লা মুরাদ , আকাশ পারভেজ , শহীদুল ইসলাম,  আওলাদ হোসেন  প্রমূখ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত