অসহায়দের পাশে দাঁড়াতে গ্রাহকদের সাহায্য করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ২৩:৪৯ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৫

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে সরাসরি তাদের পছন্দ মতো চ্যারিটিতে অনুদানের সুবিধা প্রদান করছে। এই অনন্য সুবিধার মাধ্যমে আশিক মিয়া’র মতো একজন শ্রবণশক্তিহীন ও শেখার প্রতিবন্ধকতাসম্পন্ন মানুষ পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে পারছেন। সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকরা অসংখ্য শিশুর জীবন পরিবর্তনেও ভূমিকার রাখতে পারছেন, যেমন; সেরিব্রাল পলসিতে আক্রান্ত কিশোরী তিন্নি আক্তার। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড-এর (সিআরপি) সহায়তায়, তিন্নি উইলিয়াম অ্যান্ড ম্যারি টেইলর ইনক্লুসিভ স্কুলে ভর্তি হয়েছে। এই অনুদানের মাধ্যমে ফ্রেন্ডশিপ কর্তৃক পরিচালিত দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরা হাসপাতালে চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্যসেবার অ্যাক্সেস পাচ্ছেন। ২০২১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট চালু করা হয়, যা ক্লায়েন্ট ও অন্যকে সাহায্যের তাদের ইচ্ছা পূরণের আদলে ডিজাইন করা হয়েছে। সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট দেশজুড়ে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের চাহিদা পূরণে ইসলামিক শরীয়াহ-সম্মত নীতিমালা অনুযায়ী কাজ করে। বর্তমানে অনুদান প্রদানকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো; জাগো ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ, পিএফডিএ- ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ইউসিইপি বাংলাদেশ, এবং সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)। এছাড়া এর মাধ্যমে প্রদত্ত অনুদান সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা নিশ্চিতে, নারীদের দক্ষতা উন্নয়নে; বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনসেবামূলক উদ্যোগে; কারিগরদের অর্থনৈতিক উন্নয়নে; প্রতিবন্ধীদের কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিতে; অটিস্টিক শিশুদের শেখার সুযোগ প্রদানে; এবং জলবায়ু সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির মতো কাজে সহায়তা করছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং-এর হেড অব কঞ্জ্যুমার ও ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ বলেন, “সাম্প্রতিক বছরগুলোয় আমরা অন্যকে সাহায্যের গুরুত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হয়েছি। দেশজুড়ে এমন অনেক ব্যক্তি ও সম্প্রদায় রয়েছে, যারা আমাদের সাহায্যে ব্যক্তিগত ও সমষ্টিগত উভয় পর্যায়ে উপকৃত হতে পারে। গত কয়েক বছর যাবত স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক সাদাকাহ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা পাঁচটি নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে সহজে অনুদান দিচ্ছে।

মানবকল্যাণের অংশীদার হতে পেরে এবং ক্লায়েন্টদের একই সুবিধা প্রদান করতে পেরে আমরা গর্বিত।” স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক রিটেইল ও কর্পোরেট উভয় গ্রাহকদের জন্য দেশের একমাত্র আন্তর্জাতিক ইসলামী ব্যাংকিং সুবিধা। এটি এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত একটি নেটওয়ার্কের মাধ্যমে, এর শরীয়াহ-সম্মত পণ্যগুলো অফার ও প্রক্রিয়াগুলো কোম্পানি-প্রতিষ্ঠানসহ ব্যক্তিদের বিশ্বব্যাপি দ্রুতবর্ধনশীল ও গতিশীল অঞ্চলগুলোর সাথে সংযুক্ত করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর চ্যারিটি পার্টনারস সম্পর্কে: চ্যারিটি পার্টনার বিস্তারিত জাগো ফাউন্ডেশন জাগো ফাউন্ডেশন একটি অ-লাভজনক সংস্থা, যারা শিক্ষা, যুব উন্নয়ন, নারী

ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত ব্যক্তি ও সম্প্রদায়ের কল্যাণে কাজ করে। বিস্তারিত জানতে ভিজিট:

ফ্রেন্ডশিপ একটি আন্তর্জাতিক সমাজকল্যাণমূলক সংস্থা। গত ২০ বছর যাবত ফ্রেন্ডশিপ দেশব্যাপি প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা পূরণে সহায়তা প্রদানে কাজ করছে। বিস্তারিত জানতে ভিজিট:

পিএফডিএ- ভোকেশনাল ট্রেনিং সেন্টার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কল্যাণ ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি এই ব্যক্তিদের সমাজে একীভূত করতে এবং সম্মানের সাথে বেঁচে থাকতে ক্ষমতায়নের জন্য কাজ করছে। বিস্তারিত জানতে ভিজিট: https://pfda-vtc.org/

ইউসিইপি বাংলাদেশ একটি বেসরকারি সংস্থা, যারা স্কুল বহির্ভূত শিশুদের শিক্ষার দ্বিতীয় সুযোগ এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা করে। ইউসিইপি সামাজিক অন্তর্ভুক্তিতে বিশেষ মনোযোগ দেয়। বিস্তারিত জানতে ভিজিট: https://www.ucepbd.org/

সিপিআর শারীরিক, মানসিক, সামাজিক, মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক দিকগুলোর বিশেষ প্রতি মনোযোগ দেয় এবং চিকিৎসা, পুনর্বাসন ও সাহায্য পরিষেবা প্রদান করে। সংগঠনটির লক্ষ্য হলো সমাজে নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা। বিস্তারিত জানতে ভিজিট:

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত