‘অভ্র’র চার সদস্য পেলেন একুশে পদক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৭ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৯

এবার একুশে পদক গ্রহণ করেছেন ‘অভ্র’ কিবোর্ডের চার সদস্য। তারা হলেন- মেহদী হাসান খান, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৮ বিশিষ্ট ব্যক্তি ও দলকে ‘একুশে পদক-২০২৫’ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়। 

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা এই একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত