অভিযোগ পাল্টা অভিযোগ, বাগেরহাটের দুই ইউপিতে ভোটগ্রহণ
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ২১:১১ | আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৪
অভিযোগ পাল্টা অভিযোগ, হুমকী ও প্রকাশ্যে ভোট প্রদানের মাধ্য দিয়ে বাগেরহাটের খাউলিয়া ও রাজনগর ইউনিয়ন পরিষদের ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার (২ নভেম্বর) সকাল আটটায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। ভোটারদের সরব উপস্থিতি থাকলেও দুটি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থীদের নানা রকম অভিযোগ ছিল। অভিযোগ ছিল ভোটার ও কর্মী সমর্থকদেরও। তবে সুষ্ঠ ভোটের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় খুশি স্থানীয়রা।
রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকের এস এম বদরুল হুদা হিরু বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্ট হুমকী-ধামকী দিয়েছে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর লোকেরা। প্রতিটি কেন্দ্রে অন্তত শতাধিক বহিরাগত নেতাকর্মী দায়িত্ব পালন করেছেন নৌকার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য। কিছু কিছু কেন্দ্রে উপজেলার অন্য ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদেরও প্রভাব খাটাতে দেখেছি আমরা। তবে নির্বাচন কর্মকর্তা ও আইনশৃক্সখলা বাহিনীকে আমরা অবহিত করলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। পরবর্তীতে প্রভাবশালীরা আবারও একই কাজ করেছেন।
রাজনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিন কালেখার বেড় প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি জানান, লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এখনো ভোট দিতে পারিনি। তবে শুনেছি কেন্দ্রে ঢুকলে প্রকাশ্যে ভোট দিতে বলতেছে। এমন হলে আর ভোটের দরকার কী?
আলাউদ্দিন নামের অপর এক ভোটার বলেন, আমার ছেলে বাসায় গিয়ে বলেছে, কেন্দ্রে ঢুকলে জোর করে সামনাসামনি ভোট দিতে বলে। তাই রাগ করে ভোট না দিয়ে সে চলে গেছে। আমরাও নৌকার লোক। তা প্রকাশ্যে ভোট দিতে হবে ক্যান?
এই ইউনিয়নের গোনাবেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই নম্বর ভোট কক্ষে পুস্পজিৎ রায় নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ভোটারদের প্রকদশ্যে নৌকায় ভোট প্রদানের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।
কালি-ভোট কেন্দ্রের ভোটার ষাটোর্ধ রোমিচা বেগম নামের নারী বলেন, সকাল থেকেই এই কেন্দ্রে নৌকা প্রতিকের প্রার্থীর লোকরা মোটরসাইকেল প্রতিকের প্রার্থীর লোকদের মারধর করেছে। ভোট কেন্দ্রের সামনে আসলে তাদের দাবড়িয়ে বাইরে বের করে দিয়েছে। মারধরও করেছে কয়েকজনকে। হানিফ নামের আমার এক ভাইপোকে কেন্দ্রে থেকে ধরে নিয়ে গেছিল। পরবর্তীতে আবার ছেড়ে দিয়েছে।
এদিকে মোরলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ভোটেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এই ইউনিয়নে নৌকা প্রতিকের সমর্থক মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের দই নং ওয়ার্ডের সদস্য মিলন শেখ নির্বাচনী সংবাদ সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের সাথে দূর্ব্যবহার করেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান করেছেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, বহিরাগত ইউপি সদস্য মিলন শেখ ৮ নং ওয়ার্ডের মধ্য বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে বিশৃক্সখলা সৃষ্টি করছিল। তখন মিলন শেখ আমাদের সাথেও দূর্ব্যবহার করেন। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত