অবরোধের প্রথম দিন সতর্ক অবস্থানে আছে আওয়ামী লীগ নেতাকর্মীরা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১২:৫৩ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫২
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়। অনেক স্থানে মিছিল করতেও দেখা গেছে।
এদিন সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যাও। সেখান আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সকাল থেকে রাজপথে অবস্থান নিতে দেখা গেছে। মিরপুর-১, দারুসসালাম, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় তারা অবস্থান নিয়েছেন। নেতাকর্মীরা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন সতর্ক অবস্থানে থেকে। ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ নগর নেতারা নেতাকর্মীদের অবস্থানে নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল ও সব সহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখাগুলোকে ব্যাপকভাবে সতর্ক অবস্থানের কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়।
পরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনোধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত