অধ্যক্ষ- উপাধ্যক্ষ ফোরাম ও এমফিল পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারি সংগঠনের উদ্যেগে যৌথ সভা
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৪, ১৫:২৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯
অধ্যক্ষ- উপাধ্যক্ষ ফোরামের উদ্যোগে পুরানা পল্টনে অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষায় বৈষম্য নিরিসণ, শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বহাল,কলেজে (অনার্স ও মাস্টার) এবং কামিল মাদরাসার অধ্যক্ষগনের পদমর্যাদা ও সন্মান রক্ষার্থে কমপক্ষে ২ টি ইনক্রিমেন্ট প্রধানের দাবি জানান। মাদরাসায় কর্মরত পিএইচ,ডি ডিগ্রিধারী অধ্যক্ষ-উপাধ্যক্ষদের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড,এনসিটিবি, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ যথাযোগ্য পদে পদায়নের জোর দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, ড. মোহাম্মদ আহমদ উল্লাহ, ড. মোঃ শফিকুল ইসলাম, ড. মোঃ তোফায়েল উদ্দিন, ড. মোঃ তরিকুল ইসলাম, ড. মোঃ আবদুল্লাহ ড. মোঃ ফারুক হোসেন, জনাব আবু রায়হান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত