অদ্ভুদ কর্মকাণ্ড! ৮৭৪ গাড়ি পুড়িয়ে থার্টি ফাস্ট নাইট উদযাপন
প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১০:৪১ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫০
বিশ্বব্যাপী নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন দেশে অদ্ভুদ সব কর্মকাণ্ড ঘটানো হয়। গাড়ি পুড়িয়ে নতুন বছরকে উদযাপন ফ্রান্সে একটি ঐতিহাসিক রেওয়াজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। যদিও করোনার কারণে অনেক বিধি-নিষেধ ছিল। তবে তা উপেক্ষা করে নতুন বরছকে বরণ করে নিয়েছে ফ্রান্সবাসী। একই সঙ্গে তাদের আপেক্ষ গত বছরের তুলনায় গাড়ি কম পোড়ানো হয়েছে। খবর সিএনএন অনলাইন।
নতুন বছরকে উদযাপন করতে ৮৭৪টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, গত বছরের তুলনায় এ সংখ্যা অনেক কম।
২০১৯ সালে ফ্রান্সে ইংরেজি নববর্ষকে বরণ করতে ১ হাজার ৩১৬টি গাড়ি পুড়িয়ে ফেলা হয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে বলে সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ৪৪১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ২০১৯ সালে একই কাণ্ডের জন্য ৩৭৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কেন গাড়ি পুড়িয়ে বর্ষবরণ করতে হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি।
করোনাভাইরাসের বিধি-নিষেধ থাকা সত্ত্বেও জনসমাগম ঠেকাতে কাজ করে ফ্রান্সের পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত তারা জনসমাগম ঠেকাতে ব্যর্থ হয়। বিধি-নিষেধ উপেক্ষা করে প্রায় ১৫০০ মানুষ জমায়েত হয়ে নতুন বছরকে বরণ করে নেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত