"তপ্ত তাপ"
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৯:১৯ | আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০১:৩৬
তাপ জমেছে মনের ভেতর
তাপ জমেছে গায়।
তাপ জমেছে ধরাধামে
উঠোন, আঙিনায়।
তাপ জমেছে আকাশ পানে
তপ্ত চুলার ঘুন।
বনে বনে রং ছড়ালে
বোশেখ মাসে ফাগুন।
পুকুর জলে তাপ ছড়ালে
মাছের বড় জ্বালা।
টিনের চালে সূর্য পড়ে
খুলে গেছে ডালা।
দুপুর রোদে ঘুম ধরেছে
মাথা ঘোরে খুব।
দায় হাটুরে মাথা ঘুরে
পশ্চিম থেকে পুব।
তাপ জমেছে ফসল খেতে
তাপ পড়েছে দেশে।
চুলার তাপে দগ্ধ হলো
এক নিমেষে।
দেশ পুড়ছে তপ্ত তাপে
মন পুড়ছে মায়ায়।
মানুষ পুড়ছে করোনাতে
কে বাঁচাবে ছায়ায় ?
ফটিক জলের অভাব ভীষণ
বিশুদ্ধ জল নাই।
তপ্ত তাপে দগ্ধ হলো
এমন হদিস পাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত