সড়ক দুর্ঘটনায় আ’লীগের নেতা সাচ্চুর মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ১৮:২০ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:১০

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা গ্রামের বাসিন্ধা ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন সাচ্চু সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি...... রাজিউন )। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার সান্তাহার পৌর শহরের নামা পৌঁওতা এলাকায় ওয়াকসর্প মসজিদের সামনে দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন নিজাম উদ্দিন।

 আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আদমদীঘি সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান। রবিবার বাদ জোহরের মহুরুমের নামাজের জানাযা সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে নামা পৌঁওতা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার অকাল মত্যুতে আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামীলীগের নেতা-কর্মীরা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত