পঞ্চগড়ে মাসব্যাপি তারুণ্য উৎসবে কারাতে প্রতিযোগিতা 

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩৮ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ০০:২২

নানা  আয়োজনে পঞ্চগড়ে চলছে মাসব্যাপি তারুণ্য উৎসব।  এই উৎসবে দুদিন ব্যাপি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় স্টেডিয়ামে বৃহস্পতিবার  ও শ্রক্রবার সকাল থেকে দিন ব্যাপি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার ২৩ টি ইউনিয়ন থেকে প্রায় আড়াই শতাধিক শিশু কিশোর অংশ নেন। জেলা প্রশাসক মো. সাবেত আলী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি প্রতিযোগীরা। এই প্রথম পঞ্চগড়ে কারাতে প্রতিযোগিতা আয়োজিত হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত