সিরাজদিখান ফেগুনাসার বাইতুল জান্নাত মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫
মুন্সীগঞ্জ সিরাজদিখান ফেগুনাসার নগরে নবনির্মিত বাইতুল জান্নাত জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় সিরাজদিখান ফেগুনাসার নগরে সর্বস্তরের এলাকাবাসীর সহযোগিতায় অত্র মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। মসজিদের ভিক্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী(মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য) মিজানুর রহমান সিনহা।
বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন মোল্লার সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা যুবদল সাবেক সভাপতি ইকবাল হোসেনের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সাবেক বিএনপির সভাপতি আলহাজ¦ মমিন আলী,সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরণ, ফেগুনাসার নগরে বাইতুল জান্নাত জামে মসজিদের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোমান,বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান নিশি,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন মোল্লা,সিরাজদিখান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দিন খোকন,কাজী কামরুজ্জামান লিপু,মজিবর রহমান,আজিজুল হক খান,শীলা কামাল প্রমূখ। উদ্বোধন শেষে মসজিদে দাতা ও অত্র মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত