নন্দীগ্রামে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-৪

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৬

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম, রেজাউল করিম ও খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার কলেজপাড়ায় অভিযান চালিয়ে নন্দীগ্রাম পূর্বপাড়ার আব্দুল জলিল মন্ডলের ছেলে আল মামুন জুয়েল (২২), নন্দীগ্রাম কলেজপাড়ার হারেজ মিয়ার ছেলে আবু হুরাইরা আকাশ (২৩) ও নন্দীগ্রাম    পূর্বপাড়ার মাসুদুর রহমানের ছেলে শামছিল আরিফিন লাইল (২১) কে গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট হতে ৪০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম আলাপাতা, গাঁজা কাটার কাঁচি, মাটির কলকি, লাইটার, ৩টি মোবাইল সেট, ২টি মোটর সাইকেল ও নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে থানার উপপরিদর্শক চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে অভিযান চালিয়ে হাটকড়ই পূর্বপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৬) কে ৭০ গ্রাম গাঁজা ও নগদ ৩৭০ টাকাসহ গ্রেপ্তার করে।

 নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার ৪ আসামীকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত