মুজিব কোট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১২:২২ | আপডেট : ৪ অক্টোবর ২০২৪, ১৩:০৪
অপূর্ব সাহা
-----------------------
ওই কোট আজ অনেকেই পরে
ওই কালো রঙের কোটের ভেতরে একদিন
রক্তমাংসের এক উজ্জ্বল উচ্ছ্বল নদী ছিল,
একটা নয়, নদী ছিল দুটো-
এক নদীর নাম প্রেম,
অন্যটার নাম দ্রোহ
এই দুই নদী যেখানে মিলেছিল- সেই মোহনায়
হয়েছিল এক অপরূপ রক্তধোয়া সূর্যদয়
সেই একই মোহনায় ঘটেছিল সূর্যাস্ত-
এমন বিষাদ, এমন ক্রুর অমাময় রাত নেমেছিল
যে আজও স্পষ্ট সকাল আসে নি,
ছেঁড়াফাটা ভোর
আলো-আঁধারির বিভ্রমের মধ্যে
আজও ওই কোট পরে
একসাথে ঘুরে বেড়ায় মানুষ ও প্রেতাত্মা
প্রেতাত্মার আছর থেকে ওই কোটের মুক্তি না হলে
এই শ্যামল মাটি, এই কাজলদীঘির দেশ
কোনদিন দেখবে না,
স্বচ্ছতোয়া সেই উজ্জ্বল প্রবাহিত সকাল...
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত