স্ত্রী ফজর নামাজ পরতে উঠে দেখেন ঘরের আড়ার সাথে ঝুলে আছে স্বামীর মরদেহ!
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:১২ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাওঁ ইউনিয়নের বনগাওঁ গ্রামে এক অটো রিক্র চালাক গলায় ফাসঁ দিয়ে আত্নহত্যা করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে মর্গে প্রেরণ করেছে। নিহত ইমরান হাসান (১৮) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পচার বাজার গ্রামের এরশাদ আলীর ছেলে। সে টঙ্গিবাড়ী উপজেলার বনগাঁও গ্রামের আলমগীর হোসেন এর বাড়িতে ভাড়া থেকে অটোরিক্রা চালাতো।
জানাগছে, গত ৬ মাস আগে সাদিয়া আক্তার (১৫) নামের মেয়েকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে ইমরান। বিয়ের পরে স্ত্রীকে নিয়ে মা- বাবার সাথে বসবাস করছিল সে। গত চার আগে থেকে বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে বসবাস করতে থাকে। বুধবার (১৫ জানুয়ারী) তার অটোরিকশার ব্যাটারী নষ্ট হয়ে যায়। অটোরিকশার ব্যাটারী কিনতে সে তার পিতা ও শ্বশুরের কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়। পরে বুধবার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে স্ত্রী সাথে ঘুমিয়ে পরে সে। তার স্ত্রী সাদিয়া আক্তার (১৫) ঘুমিয়ে থাকার সুযোগে ইমরান হাসান রুমের আড়ার সাথে ওড়না দিয়া গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সকাল ৬টার দিকে তার স্ত্রী সাদিয়া নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে ইমরানকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার দিলে আশ পাশের লোকজন এসে ইমরানকে ফাঁসিতে ঝুলতে দেখে। পরে লোকজন পুলিশের জরুরি পরিসেবা ৯৯৯ ফোন দিলে টঙ্গিবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সকাল ১০টার দিকে মর্গে প্রেরণ করা হয়েছে। ওই তরুন আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত