বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৯ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:৩৬
বাগেরহাটে জেলা বিএনপির উদ্দ্যেগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে শহরের সরোইস্থ জেলা বিএনপির কার্যালয় বাগেরহাট পৌরসভার ৯টি ওর্য়াডের ৩ হাজার পরিবারকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।
এ সময় জেলা বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, জেলা জাসাস এর সভাপতি ও বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হেদায়েত হোসেন লিটন বিএনপি নেতা এ্যড শরিফুল ইসলাম ঠান্ডা,যুবদল নেতা মহিতুজ্জামান দুলাল,শেখ মনিরুজ্জামান মান্নাসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় এম এ সালাম বলেন, জেলা বিএনপি প্রতিবছর বাগেরহাটে শীতার্ত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। তার অংশ হিসেবে এবছর বাগেরহাট পৌরসভার ৩ হাজার পরিবারকে বস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আগামীতে পর্যায়ক্রমে বাগেরহাট ও কচুয়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত