সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:১৪ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১১:৪৪
মুন্সীগঞ্জ সিরাজদিখান ঐতিহ্যবাহী ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া, মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। সম্ভাবনার অঞ্চল সিরাজদিখান। সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে এ অঞ্চলকে আরও সমৃদ্ধিশালী করতে হবে। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন মিঞা।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত