পঞ্চগড়ে দেখা নেই সূর্যের শীতে কাবু মানুষ
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১৯:১৫ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০২:২৭
শীতের দাপটে থরে থরে কাঁপছে পঞ্চগড় জনপদের মানুষ। শহর-বন্দরে কমেছে লোক সমাগম।মাঠে-ঘাটেও কাজকর্মে যাচ্ছেনা কৃষকরা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গবাদিপশুদের শীত নিবারণে গায়ে পড়ানো হচ্ছে বস্ত্র।
পৌষ পেরিয়ে মাঘে পড়েছে কনকনে শীত। বুধবার বোর থেকেই ঘনকুয়াশা আর প্রবল বাতাসে জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ২ অঙ্কের ঘরে থাকলেও সারাদিন চিল সূর্যহীন আকাশ। চারদিকে চিছ ঘনকুয়াশায় ঢাকা। সাথে ছিল হিম হিম বাতাস।কাহিল করা শীতে মানুষ বিশেষ কাজ ছাড়া বাড়ির বাইরে তেমন একটা বের হচ্ছেনা।তবে তেতুঁলিয়া আবহওয়াদপ্তর সূত্র জানায় বুধবার রোদ একবারেই নেই বলে আজ শীত বেশি।মঙ্গলবার তেতুঁলিয়া সর্বনিম্নতাপমাত্রা রেকর্ড করে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসএবং বুধবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।বুধবার সদর উপজেলার জালাসী পাড়া এলাকা সহ টুনিরহাট ঘুরে দেখা গেছে মাঠে-ঘাটে কৃষকদের উপস্থিতি অনেকটাই কম। অনেকে তাদের গবাদি পশু ছালা বা শীতেরবস্ত্র পড়িয়ে রেখেছে। লাইট জ্বালিয়ে অনেকে সড়কে যানবাহন চালাচ্ছে।
বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার বাসিন্দা বনা চালক সাইদুল (৩৮) জানান, অনেক শীত করার কিছু না।জীবীকার তাগিদে কাজে বেড়িয়েছি।পঞ্চগড় শহরের সিনেমা মার্কেটের কাপড় ব্যবসায়ি আলিম বলেন এমন শীত মানুষ শহরে আসেই না। খুব ভেজালে আছি। কম শীত থাকলে বেচাবেনা হয়।
পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতালে ৮ মাাসের কণ্যা সন্তানকে ভর্তি করিয়েছেন সদর উপজেলার ঝেপড়াঝাড় এলাকার শিল্পী আকতার (৩০)। তিনি জানান তার কন্য সন্তান আয়শা ৫-৬দিন ধরে পাতলা পায়খানা ও বমিতে আক্রান্ত। চার-পাচদিন ধরে এ অবস্থা কালকে হাসপাতালে নিয়ে এসেছি। এখন অনেকটাই সুস্থ। বোদা উপজেলার ধকরা হাট এলাকার আফরোজা বেগম (৩৫) তার অসুস্থ কণ্যা সন্তান তানিয়া (৩) কে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করান।
এদিকে জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান বুধবার পর্যন্ত জেলায় শীতার্তদের মাঝে ৩০ হাজার ৭৫ টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নগদ টাকা পাওয়া গেছে ৭২ লাখ ৫০ হাজার টাকা। তবে শীতবস্ত্র কিনতে নগদ টাকা উপজেলা ওয়ারী বন্টন করা হয়েছে।
এদিকে তেতুঁলিয়া প্রথমশ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, আগামী দুই-একদিনের মধ্যে হাল্কা শৈত্য প্রবাহ বাড়বে। চলবে কয়েকদিন । তিনি বেলন এখন বৃষ্টির সম্ভবনা নেই। যেহেতু আজ রোদ নেই হাল্কা বাতাস চলছে তাই শীত বেশি। সর্ব নিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে থাকলে সারাদিন ঠান্ডা ও কুয়াশা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত