নন্দীগ্রামে জিডির তদন্তে চা বিক্রেতার নিকট থেকে ঘুষ দাবির অভিযোগ  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৬

জিডির তদন্তে এসে চা বিক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে।  

ভুক্তভোগী চা বিক্রেতা আবু হানিফ নন্দীগ্রাম পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কচুগাড়ির বাসিন্দা। এঘটনায় তিনি পুলিশ সুপার বগুড়ার নিকট ডাক যোগে অভিযোগ প্রেরণ করেছেন। সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা, উপমহাপরিদর্শক (ডিআইজি) রাজশাহী রেঞ্জ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় বগুড়ায় অনুলিপি প্রেরণ করেন। 

বুধবার (১ জানুয়ারি) আবু হানিফ অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশী আব্দুল ওয়াহেদ টুকুর সাথে জায়গায় নিয়ে বিরোধের কারণে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। এর তদন্ত রিপোর্ট পাঠানোর জন্য এএসআই আলমগীর হোসেন প্রথমে আমার কাছে থেকে ৩ হাজার টাকা ঘুষ নিয়েছে। এরপর গত ২৬ নভেম্বর কোর্টে হাজিরা দেওয়ার পরে আবার তদন্তের কথা বলে আমার কাছে তিনি আরো ১০ হাজার টাকা দাবি করে। আমি তখন বলি আমি একজন চা বিক্রেতা এতো টাকা দিতে পারবো না। তখন সে বলে আমার বিরুদ্ধে জিডির তদন্ত রিপোর্ট দিবে। এই জন্য আমি প্রতিকারের আশায় এই অভিযোগ দিয়েছি। 

অভিযোগ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বলেন, আবু হানিফের জিডির তদন্ত আমি করছি। তার কাছে থেকে কোনো টাকা আমি নেইনি বা কোনো টাকার দাবিও করিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত