আদমদীঘি ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৭

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বার্ষিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সমিতির কার্যালয়ে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কোরবান আলীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ফেরদৌস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, বিশেষে অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত