শিবগঞ্জে ১৬ মামলার আসামি শাহজালাল গ্রেফতার
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৩:০১
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি শাহজালাল (৪২)কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২,৩০ মিনিটে বিহার ইউনিয়নের বাগিচাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজালাল একই গ্রামের আকবর আলী আকন্দ এর ছেলে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল হান্নান জানান শাহজালাল এর বিরুদ্ধে অপহরণ হত্যা,চাঁদাবাজিসহ ১৬ টি মামলা রয়েছে। তিনি আরো বলেন বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আরো ব্যাপক জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত