শিবগঞ্জে মৎস্য চাষীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ২০:৩২ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫

বগুড়ার শিবগঞ্জে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে ২০২০-২০২১ আর্থিক সালে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য চাষীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ প্রদশর্নী উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, আব্দুল হাই প্রধান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর শাকুর, সহকারি মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারি মাহমুদুল নবী, শাহজাহান সিরাজ সাবু প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত