লৌহজংয়ের সাতঘড়িয়া কবরস্থান ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সফর 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫০ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯

গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংস্থ সাতঘড়িয়া কবরস্থান ইসলামিয়া মাদ্রাসার ছাত্র, শিক্ষক শিক্ষা সফর করেন। মাদ্রাসার পরিচালক মুফতি ইকবাল হোসেনের নেতৃত্বে দক্ষিণবঙ্গের মাদারীপুরের শিবচরে অবস্থিত ঐতিহ্যবাহী একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান  জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা পরিদর্শন করেন। 

এই শিক্ষা সফরে ছাত্রদের সাথে আরো ছিলেন শিক্ষক হাফেজ সাখাওয়াত হোসেন, কিন্ডারগার্টেন বিভাগের মাওলানা শাহাদাত হোসাইন।

পরিচালক মুফতি ইকবাল হোসেন বলেন, এই শিক্ষা সফরে আমরা ছিলাম সব মিলিয়ে ৪৫ জন। ছাত্ররা শিবচরে অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা  পরিদর্শন করে অনেক খুশি হয়েছে এবং অনেক কিছু শিখতে পেরেছে। সবমিলিয়ে আমাদের শিক্ষা সফরটি ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং সফল হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত