মুন্সীগঞ্জে দীঘিড় পাড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৮:২০ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪২
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দীঘিড়পাড়ে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন দীঘিড়পাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআরিফ হালদার ।
আজ ১৮ই জানুয়ারী (মঙ্গলবার) বেলা ১১টায় দীঘিড়পাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রায় ৪৫০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিড়পাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃআরিফ হালদার । উক্ত সময় আরো উপস্হিত ছিলেন ৪৫০ জন দিঘিড়পাড় মোঃসুহেল মেম্বার,খোকন মেম্বার,শ্যামল মেম্বার , ইকবাল মেম্বার মামুন মেম্বার , আরো মোঃশাহিন ,দেলু হাওলার ,আঃলতিফ,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শীতবস্ত্র গ্রহণকারীদের মধ্যে জনৈক বৃদ্ধা মহিলা বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। মোঃআরিফ হালদারে দেওয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত