বিনা প্রতিদ্বন্দ্বীতায় শিবগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মোস্তা-সম্পাদক মানিক
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৫ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
বগুড়া শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে জেলার নেতাকর্মীদের উপস্থিতে তাদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন। কমিটিতে সহ-সভাপতি পদে আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মান্নান শেখ, হাবিবুল আলম মাষ্টার ও ইমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে ফাহিমা খাতুনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সাবেক সভাপতি আজিজুল হককে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য করা হয়েছে।
সকাল ১১টায় কলেজ মাঠে সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আলরাজি জুয়েল, যুব ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরোসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত