দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে  ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৩৬ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৮:০৭

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় তেতুলিয়া আবহাওয়া দপ্তর।তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বৃহষ্পতিবার রাত ৯ টার পর থেকে হিম হিম কুয়াশায় আবরণে ঢেঁকে যায় পঞ্চগড় শহর সহ আশপাশ এলাকা। যা শুক্রবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত অব্যাহত থাকে। এরপর হঠাৎ করেই আকাশে সূর্যের দেখা পাওয়া যায়। কমতে থাকে শীতের দাপট। এতে কিছুটা হলে ও স্বস্তি পিরে মানুষের মাঝে। তবে এর আগে রাত থেকে সকাল পর্যন্ত রাস্তায় লাইট জালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে বৃহষ্পতিবার হাঁড়কাপুনি শীতে মানুষের স্বাভাবিক জীবন যাপন অচল হয়ে পড়ে। বৃহষ্পতিবার সকাল ৯ টায় সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দুপুর ১ টার দিকে সূর্যের দেখা পাওয়া যায়। ফলে জনজীবনে স্বস্তি আসে।

এদিকে প্রচন্ড শীত ও ঘনকুয়াশায় শ্রমজীবীরা কাজে গিয়ে কা না পেয়ে কেউ কেউ ফিরে আসছে। তবে সূর্য দেখা দিলে ও কাক্সিখত মাত্রায় তার উত্তাপ না থাকায় প্রচন্ড শীত অনুভূত হয় ।এক টানা শীতের কারনে কৃষির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আলু , বেগুন গম সহ  মাঠে কৃষিপণ্যে ক্ষতি গ্রস্ত হচ্ছে। অনেকে গবাদিপশুকে চট বা শীতের জন্য নানা রকম কাপড় পড়িয়ে দিচ্ছেন। 

তেতুঁরিযা আবহাওয়া পর্যবেক্ষক দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন চলতি শীত মৌসুমে সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তর পূর্ব বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এই জানুয়ারি মাস পুরোটাই এমন হবে। তবে ফেব্রয়ারি মাস আসলে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে।এদিকে বেসরকারি ভাবে এ জেলায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে নানা প্রতিষ্ঠানের ব্যানারে।
 
এবিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক  মো, জহুরুল ইসলাম জানান , আমরা সমšন্বয় করে সরকারি ও বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরন করছি। সরকারি পর্যায়ে এ পর্যন্ত ৩৫ হাজার কম্বল পাওয়া গেছে। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। আরো কম্বল পাওয়া গেলে সেগুলিও সমান ভাবে বিতরন করা হবে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত