চোর সন্দেহে রাতভর আটকে রেখে যুবককে মারপিটের অভিযোগ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩

বগুড়ার আদমদীঘিতে আবু তালেব নামের এক যুবককে চোর সন্দেহে আটক করে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরদিন শনিবার সকালে স্থানীয়রা জানতে পেরে পুলিশের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করায়। ঘটনাটি ঘটেছে উপজেলার নশরতপুর ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাকিব হোসেনের পুকুরে পানি সেচের একটি পাম্প ২/৩ দিন পূর্বে চুরি হয়ে যায়। এঘটনায় বিনসাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আবু তালেব (২২) নামের যুবককে সন্দেহ করে এবং তারা বিভিন্ন স্থানে সেটা বলে বেড়ায়। বিষয়টি আবু তালেব জানার পর সে চুরি করেনি মর্মে নিজেই গত ০৪ ফেব্রুয়ারী শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাকিবের বাড়ীতে যায় এবং সেখানে রাকিবের সাথে কথা বলতেই রাকিব কৌশলে প্রতিবেশী প্রভাবশালী রোস্তম আলী, ফেরদৌস হোসেন, বাবু ও রাব্বিকে ডেকে এনে তাকে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালিয়ে বাড়ীর দো-তলার একটি নির্জন ঘরে আটকে রাখে। শনিবার সকালে ঘটনাটি স্থানীয়রা টের পেয়ে ৯৯৯ নম্বরের ফোন দিলে আদমদীঘি থানা পুলিশ তাকে উদ্ধার করতে যায়। এদিকে উদ্ধারের খবর ওই প্রভাবশারীরা টের পেয়ে তরিঘরি করে আবু তালেব কে চিকিৎসার জন্য আদমদীঘি হাসপাতালে ভর্তি করায়। 

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ নাম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তারা আহত আবু তালেবকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত