আদমদীঘি মহাশ্বশ্মানের সাধারণ সভা অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ১৮:১৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মহাশ্বশ্মানের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানুয়ারী সোমবার রাত ৮টায় নিয়োগী বাড়ী রাধাকান্ত মন্দির প্রাঙ্গনে মহাশ্বশ্মান কমিটির সভাপতি অলক মৈত্র ব্যাটেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহাশ্বশ্মান কমিটির সহ-সভাপতি লক্ষন সরকার, দিব্যেন্দু কুন্ডু দুলাল, যুগ্ম সম্পাদক অশোক কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার, কোষাধ্যক্ষ জগাই কুন্ডু, হিন্দু সম্প্রদায়ের নেতা মোহন্ত সরকার, আনন্দ কুন্ডু, বলাই কুন্ড, বিকাশ সরকার, আনন্দ পাল, কানাই প্রমানিক, মৃনাল সরকার, উত্তম কুন্ডু, সুভাষ সরকার, শ্যামল শীল, উজ্জল সরকার প্রমূখ। সভায় আগামী ১৬ মাঘ মহাশ্বশ্মানে রটন্তীকালী পুজার বিষয় সহ মহাশ্বশ্মানের সংস্কার কাজের ব্যাপারে আলোচনা করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত