আদমদীঘিতে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:২৩ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
বগুড়ার আদমদীঘিতে শতাধিক দঃুস্থ-অসহায় শীর্তাতদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরন করলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এ সময় প্রধান অতিথি বলেন, দেশ ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলেই আত্মতৃপ্তি পাওয়া এবং নিজ নিজ অবস্থানে ছোট ছোট ইতিবাচক পরিবর্তনই সামগ্রিক বড় পরিবর্তন ঘটাতে সহায়ক হবে। এছাড়া সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামর্থ্যবান সকলকেই এগিয়ে আসা প্রয়োজন। সোমবার বিকেলে উপজেলা সদরের রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে বগুড়াস্থ কৃষিবিদ ফোরামের আয়োজনে এই শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া থানার সার্কেল নাজরান রউফ, আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী, পদ্মা ওয়েল কোম্পানী লিঃ এর ম্যানেজার এবিএম সামছুল কিবরিয়া, এজিএম হারিস আহম্মেদ সরকার, ডেপুটি ম্যানেজার সাজ্জাদুল করিম, কৃষিবিদ সারোয়ার জাহান প্রমুখ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত