প্রধানমন্ত্রী এপ্রিলে জাপান সফরে যেতে পারেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১৫:৪৩ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৪, ০৫:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর আগামী এপ্রিলে হতে পারে।
বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। 

তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার গণমাধ্যমকে বলেছিলেন, ‘নতুন কোনও তারিখে সফরটি হবে। দুই দেশ এটা নিয়ে কাজ করছে। কেননা এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুটি দেশের পারস্পরিক সম্পর্ককে অনেক দূরে এগিয়ে নেয়।’

সূত্র: বাসস
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত