পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের মোবাইলকোর্ট , জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১৯:১৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:২৭
পরিবেশ অধিদপ্তরে উদ্যোগে পরিচালিত ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে বুধবার সকালে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫(পাঁচ) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ১০-(দশ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, মো. সুবীর কুমার সাহা, আমিনুল হক তারেক ও রিফা তামান্না অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।জেলা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত